সারাদেশ

বানারীপাড়ায় শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। 

বানারীপাড়া প্রতিনিধি।। 

বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বানারীপাড়া উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মে শুক্রবার আসরবাদ বানারীপাড়া বন্দর বাজারের বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি ফখরুল  সিদ্দিকী সম্রাট তালুকদারের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব  রিয়াজ আহমেদ মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সালাম। উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল লস্করের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস মল্লিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জকু, সহ-সভাপতি মোহাম্মদ সান্টু, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,