সারাদেশ

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
দুই শতাধিক শীতার্তদের মাঝে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ( ২৩ ডিসেম্বর) বিকালে বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন জীবন এর সঞ্চালনায় বক্তব্য দেন বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, কোষাধ্যক্ষ মাজেদুল ইসলাম হৃদয় প্রমুখ।
এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাত হোসাইন, বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরে আলম সাদ্দাম, দপ্তর সম্পাদক হাসান আলীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ তার বক্তব্যে বলেন, সীমান্তঘেষা উপজেলার শীতার্ত মানুষগুলোর কষ্ট লাঘব করতে গণমাধ্যম ও উপজেলা প্রশাসন একসাথে কাজ করছে। স্থানীয় বৃত্তবানদেরকেও শীতার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং