সারাদেশ

বিএনপি  মাটি ও মানুষের দল চিহ্নিত অপরাধীদের অনুপ্রবেশের কোন সুযোগ দেওয়া হবে না মামুন মাহমুদ 

মোঃলিটন চৌধুরী,

(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, যারা পালিয়ে গেছে, তাদেরকে কিন্তু আপনারা পালাতে বলেন নাই। তারা অপরাধ করেছে বলেই ভয়ে পালিয়ে গেছে, জনরোষের ভয়ে পালিয়ে গেছে। আর যারা পালাতে পারেন নি, এখনো এলাকায় আছেন, আপনারা শান্তিতে বসবাস করেন।
কোন উস্কানিমূলক কর্মকান্ডের সঙ্গে জড়াবেন না। আপনারা বিএনপিতে অনুপ্রবেশ করবেন না। বিএনপিতে আপনাদের অনুপ্রবেশের কোন প্রয়োজন নাই। বিএনপি এমনিই মাটি ও মানুষের দল। বিএনপির জনসমর্থন সাধারণ মানুষের মধ্যেই রয়েছে। আপনাদের মত চিহ্নিত অপরাধীদের আমাদের দলে অনুপ্রবেশের কোন সুযোগ আমরা দেবো না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার জনসম্পৃক্ততা সৃষ্টিতে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলী এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা এবং শীতবস্ত্র উপহার বিতরণে এসে প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অতীতে সমাজ এবং বিচার ব্যবস্থায় জুলুম-অত্যাচার চলতো। ভুমিদস্যুতা চলতো। মাদক ব্যবসা চলতো। মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে পারতো না। এই এলাকাকে সন্ত্রাসের জনপদ সৃষ্টি করা হয়েছিল, মাদক ও অস্ত্রের সম্রাজ্য গড়ে তোলা হয়েছিল। আমরা শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করছি। আমাদের নেতা-কর্মীরা সারাক্ষণ সতর্ক পাহাড়া দিচ্ছে। আমাদের নেতৃবৃন্দ জনগণের পাশে রয়েছে। আমরা অশান্তি চাইনা, বিএনপি অশান্তি সৃষ্টিকারী কোন দল নয়।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন ভুইয়া, নাসিক ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং