জাতীয় রাজনীতি রাজনীতি সারাদেশ

বিতর্কিত এনসিপির পকেট কমিটি ক্ষুব্ধ ছাত্রদল নেতা

উজ্জ্বল কুমার দাস ,বাগেরহাট জেলা প্রতিনিধি।

নতুন রাজনৈতিক দল এনসিপি এর কার্যক্রম ও বিভিন্ন কমিটি নিয়ে চলছে নানা বিতর্ক। এই বিতর্কের নতুন মোড় নিয়েছে নবগঠিত কিছু উপজেলা কমিটি গঠন নিয়ে। নবগঠিত কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা নিজেরাই জানেন না কিভাবে এই কমিটিতে তাদের নাম আসলো। অনেক কমিটিতেই জায়গা করে নিয়েছে পতিত সরকারের আওয়ামীলীগ দলের সক্রিয় কর্মীরা। আবার অনেক কমিটিতে নাম এসেছে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সক্রিয় কর্মীদের। এমনই বিতর্কিত ঘটনা ঘটেছে বাগেরহাট জেলা সহ বিভিন্ন উপজেলার এনসিপি’র সদ্য প্রকাশিত কমিটিতে। কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া সদস্যরা জানেনই না তারা কিভাবে এই কমিটিতে অন্তর্ভুক্ত হলেন।

গত ৩ জুন হঠাৎ করেই কচুয়া উপজেলায় আত্মপ্রকাশ করে নতুন এই পকেট কমিটি। এ যেন ব্যাঙের ছাতার মত রাতারাতি বেড়ে ওঠা কমিটি। কচুয়া উপজেলার এনসিপির কমিটিতে দেখাগেছে প্রধান সমন্বয়কারী হিসেবে নাম এসেছে মোঃ আরাফাত আল মেহেদী, যুগ্ম সমন্বয়কারী আতাউল্লাহ খান, সদস্য ইমরান হোসেন, মোঃ আরমান শেখ, স্বাধীন খান, সুমন মল্লিক, রবিউল ইসলাম, মোহাম্মদ মিরাজুল ইসলাম, মাওলানা সাব্বির মল্লিক, সাগর শেখ, মোঃ ইমরান শেখ। উক্ত কমিটিতে রয়েছে হাসনাত আব্দুল্লাহ (মুখ্য সংঘটক দক্ষিণ অঞ্চল- এনসিপি) ও আক্তার হোসেন (সদস্য সচিব-এনসিপি) এর স্বাক্ষর করা অনুমোদন। কিন্তু এই কমিটির সদস্যরা জানেনই না তারা কিভাবে এই কমিটিতে যুক্ত হলেন। কমিটিতে যুক্ত হওয়া সদস্যরা অনেকেই বিএনপি’র অঙ্গ সংগঠন এর সদস্য।

এ ব্যাপারে বাগেরহাট জেলা এনসিপির ৩ নং যুগ্ম সমন্বয়কারী আবিদ আহম্মেদ বলেন, তাড়াহুড়ো করে আমরা জরুরীভাবে এই কমিটি দিয়েছি এখানে যদি কোন বিতর্কিত কারো নাম আসে আগামীতে পূর্ণাঙ্গ কমিটির সময় তার সংশোধনের সুযোগ আছে। ছাত্রদল কর্মীকে পরিকল্পিতভাবে অন্তর্ভুক্ত করে তাকে কিংবা এনসিপিকে বিতর্কিত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এমনিটি আমাদের জানা নেই।
নাগরিক কমিটির বাগেরহাট জেলা সমন্বয়ক সুব্রত মুখার্জি বলেন, এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ড বিভিন্ন জায়গা হচ্ছে শুধু কচুয়া নয়। সম্প্রতি কচুয়া যে কমিটি হয়েছে এ বিষয়ে আমি কিছু জানিনা। তিনি আরো বলেন শুধু তাই নয় আমরা যারা প্রথমদিকে নেতৃত্বে ছিলাম তাদেরকেও বিভিন্নভাবে অবমূল্যায়ন করা হচ্ছে।

কচুয়া উপজেলার এনসিপির নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার সদস্য ইমরান হোসেন তিনি ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ও সদ্যসাবেক কচুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১ নং সদস্য ছিলেন। তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান,”এ ব্যাপারে তার সাথে কোন কথাই হয়নি এবং তিনি কিছুই জানেন না এবং তাকে হয়রানি মূলক ভাবে এ কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তিনি আরো বলেন কিছু দুষ্কৃতিকারী বিএনপির ও অঙ্গ সংগঠনের নাম খারাপ করার জন্য পায়চার করছে এসব তাদেরই কর্মকান্ড।”তিনি আরো জানান, তার নামে এ ধরনের অপপ্রচারের জন্য তিনি আইনি ব্যবস্থা নিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় আরো জানিয়েছেন, ছাত্র দলের ভিতরে থাকা একটি গ্রুপ গোপনে এনসিপির সাথে সম্পর্ক রেখে ত্যাগী কর্মীদের কোনঠাসা করার জন্য এধরণের অপকর্মে লিপ্ত হয়েছে।

এনসিপির কমিটি সম্পর্কে জানতে চাওয়ার জন্য নবগঠিত কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আরাফাত আল মেহেদী এর কাছে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জানা যায় মোহাম্মদ আরাফাত আল মেহেদী কচুয়া উপজেলা কৃষক দলের সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক।

এই নবগঠিত কমিটি নিয়ে সাধারণ জনগণ ও রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে চলছে তুমুল ক্ষোভ।

এই কমিটির ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোগী ও আন্দোলনকারী শেখ সাঈদ(২৬) জানান, বর্তমানে এনসিপি বলতে ন্যাশনাল চিল্ড্রেন পার্টি বোঝাচ্ছে তাদের কর্মকান্ডে। এ ধরনের কমিটির মাধ্যমে অন্যান্য দলের সক্রিয় কর্মীদের হয়রানি করা হচ্ছে যেটা খুবই নিন্দা জনক।

এনসিপির কমিটি অনেকের কাছে আবার হাসিঠাট্টার বিষয়ে পরিণত হয়েছে।
কচুয়া উপজেলার স্থানীয় বাসিন্দা তারেক জানান,”কমিটি গঠন ও এর কার্যক্রম পুরোটাই বিনোদন”‌।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,