বীর মুক্তিযোদ্ধা মরহুম ফয়েজ আহমেদ এর পুএ ও স্রীর মৃত্যুতে এবি পার্টি ছাগলনাইয়া উপজেলার শোকবার্তা।

বীর মুক্তিযোদ্ধা মরহুম ফয়েজ আহমেদ এর পুএ ও স্রীর মৃত্যুতে এবি পার্টি ছাগলনাইয়া উপজেলার শোকবার্তা।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ছাগলনাইয়া উপজেলার বিশিষ্টজন,বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি মরহুম ফয়েজ আহমেদের পরিবারে পরপর দুটি শোকাবহ ঘটনা আমাদের হৃদয়ে গভীর বেদনার ছায়া ফেলেছে।মাত্র দুই দিন আগে তাঁর তৃতীয় পুত্র মঈনুল হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।আজ ভোরে ইন্তেকাল করেছেন তাঁর সহধর্মিণী একজন গুণবতী,আদর্শ মাতা।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)এবি পার্টি ছাগলনাইয়া উপজেলা শাখার পক্ষ থেকে আমরা এই শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন তাদের ভুলত্রুটি ক্ষমা করে উভয়কে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং পরিবারটিকে এই শোক সহ্য করার তৌফিক দেন এই আমাদের আন্তরিক প্রার্থনা।
সুফি নাফিজ ইমতিয়াজ শিমুল
প্রধান সমন্বয়ক
শরিফুল ইসলাম লিংকন
উপ-প্রধান সমন্বয়ক
এবি পার্টি,ছাগলনাইয়া উপজেলা শাখা।