সারাদেশ

বেপরোয়া গতিতে তাকওয়া পরিবহনের দুই বাসের সংঘর্ষ

গাজীপুর প্রতিনিধি

আজ সকাল ৮:১৫ মিনিটে গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, তাকওয়া পরিবহনের দুটি বাস কার আগে কে যেতে পারে এই প্রতিযোগিতায় লিপ্ত ছিল। এই বেপরোয়া আচরণের কারণে সংঘর্ষ হয়, যার ফলে বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। এ দুর্ঘটনা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে, এবং তারা তাকওয়া পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, তাকওয়া পরিবহনের দুর্ঘটনার হার অন্যান্য পরিবহনের তুলনায় বেশি বলে জানা যায়। সড়কে এ ধরনের বেপরোয়া চালনা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন বলে দাবি করেন স্থানীয়রা।

প্রশাসনের কাছে জোর দাবি জানানো হচ্ছে, দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনুন।

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,