সারাদেশ

ব্যবসায়ীর টাকা ছিনতাই , আটক – ৪

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু – চৌগাছা (যশোর)

যশোরের চৌগাছায় ব্যবসায়ীর টাকা ছিনাতাইয়ের অভিযোগে চার ছিনতাইকারীকে আটক করেছেন থানা পুলিশ। এ সময় আটককৃতদের নিকট হতে লক্ষাধিক টাকাও উদ্ধার করা হয়। এক ছিনতাইকারী এখনও আত্মগোপনে আছে। সোমবার দিবাগত রাতে উপজেলা বর্ণি ও রাজাপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানা ও ভুক্তোভোগী সূত্রে জানা গেছে, উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বড়বর্ণি গ্রামের সুবোধ কুমার বিশ্বাসের ছেলে উজ্জল কুমার বিশ্বাস একজন ধান ব্যবসায়ী। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে তিনি ২ লাখ ৩০ হাজার টাকা সাথে নিয়ে ধান ক্রয়ের জন্য পাশের গ্রাম রাজাপুরে যাচ্ছিল। এ সময় বড়বর্ণি ও রাজাপুর গ্রামের মাঝে বেনাগাড়ি মাঠের মধ্যে ছিতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে লাঠি দিয়ে হামলা করে ব্যাগে থাকা সমুদয় টাকা নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই তিনি চৌগাছা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে বর্ণি গ্রামের বিমল কুমার বিশ্বাসের ছেলে নয়ন কুমার বিশ্বাস (৩০), মহেশপুর উপজেলার বড়বাড়ি রাজাপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাজিব হোসেন (২৮), একই গ্রামের হারুন অর রশিদের ছেলে শাহআলম ও জবিউল্লাহর ছেলে ইব্রাহীম হোসেনকে (৪৫) আটক করেন। এসময় আটকৃতদের নিকট হতে ছিনতাই হওয়া ১ লাখ ৩৮ হাজার টাকা উদ্ধার করেন পুলিশ। অপর আসামী আত্মগোপনে চলে যায়, ছিনতাই হওয়া বাকি টাকা ওই ছিনতাইকারীর নিকট আছে বলে আটকৃতরা পুলিশকে জানিয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, রাতে একটি অভিযেগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে আটকের পাশাপাশি কিছু টাকা উদ্ধার করে। মঙ্গলবার আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,