সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জমি সংক্রান্ত জের ধরে সন্তাসীদের হাতে আশরাফুল হক বাবু নামে একজন ব্যক্তি গুরুতর আহত

কাউসার আহমেদ টিপু।ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়া সাদিকপুর ইউনিয়নে  চিলোকুট  গ্রামে এই ঘটনাটি ঘটে। ঘটনা সূত্রে জানা যায় আশরাফুল হক বাবু (৬০)বাড়ি সংলগ্ন একটি জায়গা  নিয়ে মামলা মোকদ্দমা চলছিল জিলানী ও ইমন মুন্সির সাথে মামলা তোলার জন্য অনেক চাপ প্রয়োগ করা হয় আশরাফুল হক বাবুকে। এ নিয়ে গ্রামে সালিশো বসানো হয়। কিন্তু তারা সালেশে আসে না। এলাকার লোকজন জানান জিলানী ও ইমন মুন্সির একটি গুন্ডাবাহিনী আছে তাদের মারফতে এলাকায় দাঙ্গাবাজ, চাঁদাবাজী,ও জায়গা দখল করতো। তাদের বিরুদ্ধে ভয়ে গ্রামের কেউ কথা বলতে পারত না।বৃহস্পতিবার  (২/১০/২০২৫)সকালে আশরাফুল হক ব্রাহ্মণবাড়িয়া সদরে উনার ভাই শহিদুল হকের সাথে দেখা করতে আসে বিস্তারিত উনার ভাইয়ের সাথে কথা হয়। উনি আশ্বাস দেই সব ঠিক হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর উনি উনার গ্রাম চিলেকোট বড়াইল উদ্দেশ্যে রওনা দেয়।বিকাল অনুমানিক (৫.৩০) ঘটিকার সময় আইনাডোবা,শহীদ মেম্বারের বোনের বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে সিএনজি নিয়ে ওত পেতে থাকে জিলানী ও তার গুন্ডাবাহিনীরা । আশরাফুল হক (৬০) বাজার থেকে রিস্কা  নিয়ে যাওয়ার পথে তার পাঞ্জাবির কলার ধরে টেনে নামানো হয় নামানোর সাথে সাথে জিলানীর গুন্ডাবাহিনীরা রামদা দিয়ে এলোপাতাড়ি কোবাই। তার কোমরে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেই। তারা গ্রামের লোক আসতে দেখে তাকে ফেলে চলে যায়। গ্রামের লোক এসে আশরাফুল হককে সিএনজি করে  ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসে। আশরাফুল হকের বড় ভাই শহিদুল হক(৭০) খবর পেয়ে তাড়াতাড়ি দূরে আসে হসপিটালে । ইমারজেন্সি ডাক্তার বলেন তার মাথায় ও শরীলে বেশ কিছু জায়গায় জখম হয়। তার বড় ভাই শহিদুল হক বাদী হয়ে একটি মামলা করে। মামলার আসামিরা হলো জিলানী (৩৮)পিতা শহিদুল হক । ইমন মুন্সী (২৩)পিতা ওয়াদুদ  মুন্সী। দুলাল মিয়া (৪০) পিতা শহিদুল হক। ওয়াদুদ মুন্সী (৪০) পিতা সাত্তার মুন্সি।শহিদুল হক (৫৫) পিতা আব্দুল কাদের। শাহ আলম (৪৭) পিতা দুধ মিয়া।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,