সারাদেশ

ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষার জন্য প্রকৃতি সুরক্ষা জরুরি

ডেস্ক রিপোর্ট :প্রাণ -প্রকৃতি -বন-নদী পরিবেশ সুরক্ষায় সবুজ মানুষের সংহতি এই শ্লোগানকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা কমিটি গঠন ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা প্রভাষক মাজেদুর রহমান সেলিমের সভাপতিত্বে শুরু হয়। আরো উপস্থিত ছিলেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী মো অহিদুর রহমান, কৃষক, সাংবাদিক, শিক্ষক, যুবক,শিক্ষার্থী,নারীনেত্রী, জেলে,কুমার, কাঠমিস্ত্রী, কবিরাজ নানাপেশার মানুষ। জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট নানা কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যের দ্রুত হ্রাস বিশ্বজুড়ে এক গভীর সংকট তৈরি করেছে। , প্রাণ ও প্রকৃতির সুরক্ষায় আর কালক্ষেপণ করার সুযোগ নেই। এখনই সমন্বিত ও জরুরি পদক্ষেপ না নিলে মানবজাতির অস্তিত্বই হুমকির মুখে পড়বে। গ্রিন কোয়ালিশন কমিটির
সভাপতি প্রভাষক সাজেদুর রহমান সেলিম বলেন “শিল্পায়ন, জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত ব্যবহার, বন উজাড় এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত আহরণের ফলে পৃথিবী তার স্বাভাবিক ভারসাম্য হারাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং চরমভাবাপন্ন আবহাওয়ার ঘটনা, যেমন—বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। প্রকৃতি বাঁচতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে ” সাংবাদিক মাকসুদ বলেন,”
প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আনা এবং সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাধ্য করা অপরিহার্য। প্লাস্টিক বর্জন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, বনায়ন এবং আইনগত সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে এই সংকট মোকাবিলা করা সম্ভব।
প্রকৃতি আমাদের লালনপালন করে, এখন আমাদের দায়িত্ব তাকে রক্ষা করা।”
সময় দ্রুত ফুরিয়ে আসছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে প্রকৃতি সুরক্ষার এই ডাককে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখনই কাজে নামতে হবে। আলোচনা শেষে প্রভাষক মাজেদুর রহমান সেলিমকে সভাপতি ও পার্বতী রাণী সিংহ কে সদস্যসচিব করে ১৫ সদস্যদের নির্বাহী কমিটি করা হয়। সভাটি সঞ্চালনা করেন পার্বতী রাণী সিংহ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,