সারাদেশ

ভারতে আটক ১২জন বাংলাদেশীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর।

বেনাপোল প্রতিনিধি

অবৈধভাবে রাতের অন্ধকারে দালালের মাধ্যমে ১২ জন বাংলাদেশী বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ভারতের অবস্থান করা কালীন পুলিশ তাদেরকে আটক করেন।
পরে পুলিশ তাদেরকে দমদম সেন্ট্রাল কারাগারে প্রেরণ করেন। সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়।সাজার মেয়াদ শেষে তাদেরকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে শুক্রবার সন্ধ্যায় হস্তান্তর করেন।এদের মধ্যে সুমন সরকার,ওমর ফারুক ও রিয়াজুল ইসলাম এই তিনজনের নামে বাংলাদেশে একাধিক মামলা রয়েছে।
ফেরত আসারা হলো মোঃ আশিকুর রহমান (২৫), পিতাঃ মৃতঃ নাছির আলী সরদার, গ্রামঃ নলকুড়া, পোস্টঃ লাভশা,থানা+জেলাঃ সাতক্ষীরা,
মোঃ সুমন সরকার (৩০), পিতাঃ মোঃ রমজান আলী সরকার, গ্রামঃ পূর্ব আগ্রাপুর বুনিয়া পাড়া, পোস্টঃ মন্নুনগর,থানাঃ টুঙ্গি পূর্বা, জেলাঃ গাজীপুর,
মোঃ ওমর ফারুক (২৫), পিতাঃ মোঃ আইনুল হক খন্দকার, গ্রামঃ কাঁসারালকান্দি, পোস্টঃ মাদি আঙ্গার, থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী,
মোঃ মিজান শেখ (২৮),পিতাঃ মোঃ সিরাজুল ইসলাম, গ্রামঃ বনিপুর, পোস্টঃ সাহাপাড়া, থানাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ,
মোঃ রিয়াজুল ইসলাম (২৫),পিতাঃ মুসলিম সরদার, গ্রাম+পোস্টঃ কাশেম নগর, থানাঃ পাইগাছা, জেলাঃ খুলনা,
মোঃ বেলাল মোল্লা (২৮),পিতাঃ মৃতঃ মানিক মোল্লা, গ্রামঃ ডাকছিন চান্দাপুটি, পোস্টঃ মহেন্দারদি, থানাঃ রাজর, জেলাঃ মাদারীপুর,
মোছাঃ রেজিনা খাতুন (২৫), পিতাঃ মোঃ জব্বার চৌধুরী, গ্রামঃ বাগাডাঙ্গা , পোস্টঃ গোবরা, থানা+জেলাঃ নড়াইল,
সাগারি ফকির (২৮), পিতাঃ মোঃ মোশারফ ফকির, গ্রামঃ বাগাডাঙ্গা , পোস্টঃ গোবরা, থানা+জেলাঃ নড়াইল,
মোঃ রবিউল হাওলাদার (২৫), পিতাঃ মোঃ শাহজাহান হাওলাদার, গ্রামঃ কালিবাড়ি, পোস্টঃ ফকির বাড়ি, থানাঃ মোড়েলগঞ্জ, জেলাঃ বাগেরহাট,
মোঃ মোকসেদ হাওলাদার (৩০), পিতাঃ মোঃ গনি হাওলাদার, গ্রামঃ কালিবাড়ি, পোস্টঃ ফকির বাড়ি, থানাঃ মোড়েলগঞ্জ, জেলাঃ বাগেরহাট,
মোঃ রুবেল গাজী (২৫), পিতাঃ মোঃ সাদেক আলী গাজী, গ্রাম+পোস্টঃ বাবুলিয়া, থানা+জেলাঃ সাতক্ষীরা ও মোঃ খালিদ হোসেন (২৫), পিতাঃ আব্দুল খালেদ দিয়া, গ্রাম+পোস্টঃ আগরদিয়া, থানা+জেলাঃ সাতক্ষীরা।
 বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম হোসেন বলেন ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে
৩ জনের বিরুদ্ধে বাংলাদেশের যে থানায় মামলা রয়েছে।(১) মোঃ সুমন সরকার (৩০), পিতাঃ মোঃ রমজান আলী সরকার, গ্রামঃ পূর্ব আগ্রাপুর বুনিয়া পাড়া, পোস্টঃ মন্নুনগর,থানাঃ টুঙ্গি পূর্ব, জেলাঃ গাজীপুর এর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানা মামলা নং ৪১/৪২৬ তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২১ হাতিরঝিল থানায় মামলা নং ১৪/৫৫৬ তারিখ ০৭ মার্চ ২০২৩, সিরাজগঞ্জ সলঙ্গা থানার মামলা নং ০৯ তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮ , গাজীপুর টঙ্গী থানার মামলা নং ০৭, তারিখ ০৪ জানুয়ারি ২০১৭ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের আইনে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। সর্বমোট ০৪ মামলার অভিযোগ রয়েছে। (২) মোঃ ওমর ফারুক (২৫), পিতাঃ মোঃ আইনুল হক খন্দকার, গ্রামঃ কাঁসারালকান্দি, পোস্টঃ মাদি আঙ্গার, থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী, এর বিরুদ্ধে ডিএমপি কোতোয়ালী থানার মামলা নং ৩৩ তারিখ ২০ নভেম্বর ২০২২ সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।(৩)মোঃ রিয়াজুল ইসলাম (২৫),পিতাঃ মুসলিম সরদার, গ্রাম+পোস্টঃ কাশেম নগর, থানাঃ পাইগাছা, জেলাঃ খুলনা এর বিরুদ্ধে ডিএমপি কোতোয়ালী থানার মামলা নং ৩৩ তারিখ ২০ নভেম্বর ২০২২ সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং