রাজনীতি

ভোট না দিলে দেখে নেওয়া হবে- বিএনপির কিছু কর্মীর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন-ফজলুর রহমান সাইদ।

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

ভোট না দিলে দেখে নেওয়া হবে— বিএনপির কিছু কর্মীর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জয়পুরহাট-১ আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাইদ। তিনি এই ধরনের বক্তব্যকে সরাসরি ভয়ভীতি প্রদর্শন এবং নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর এলাকায় গণসংযোগকালে জামায়াতে ইসলামীর এই প্রার্থী বলেন,
“ভোট দেওয়া বা না দেওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। ভোট না দিলে দেখে নেওয়ার হুমকি গণতন্ত্রবিরোধী, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করলে তার পরিণতি ভালো হবে না।”

তিনি আরও বলেন,
“আমরা শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করি। কেউ যদি সন্ত্রাস, ভয়ভীতি বা চাপ প্রয়োগের মাধ্যমে ভোটের পরিবেশ নষ্ট করতে চায়, তাহলে জনগণই তার উপযুক্ত জবাব দেবে।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জেলা পেশাজীবী পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা আমীর মাওলানা সুজাউল ইসলাম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, বাগজানা ইউনিয়ন আমীর মাওলানা তৌফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

ফজলুর রহমান সাইদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নির্বাচনী এলাকায় যেন কোনো ধরনের হুমকি, চাপ কিংবা সহিংসতা না ঘটে— সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে তিনি ভোটারদের উদ্দেশে বলেন,
“ভয় নয়, সাহস নিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিন। জনগণের ভোটাধিকার রক্ষায় আমরা রাজপথে থাকব।”

এদিকে এলাকাবাসীর দাবি, আসন্ন নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলকে সংযমী আচরণ করতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ