সারাদেশ

ভোলার চরফ্যাশনে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি শাড়ি জব্দ৷

মোঃ রাফসান জানি, ভোলা
সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে (১ জানুয়ারি) ভোলা জেলার চরফ্যাশন থানাধীন জনতা বাজার এলাকায় নৌবাহিনী কন্টিনজেন্ট যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত একটি নসিমন থেকে সাড়ে আট বস্তা শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি অবৈধ  ৩ হাজার ৪ শত ৫৩ পিস শাড়ি কাপড়  জব্দ করে উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৩৫ হাজার ৯০০ শত টাকা। যৌথ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনি পদক্ষেপের জন্য চরফ্যাশন থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা চলমান থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,