রফিকুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল ইসলামের ৬৭তম জন্মদিন ও নবীনবরণ অনুষ্ঠান উদযাপিত।

রফিকুল ইসলাম কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল ইসলামের ৬৭তম জন্মদিন ও নবীনবরণ অনুষ্ঠান উদযাপিত।
গাজী মোঃ জাহিদুল ইসলাম(কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি)
কিশোরগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান রফিকুল ইসলাম কলেজে প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের ৬৭তম জন্মদিন এবং নবীনবরণ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিবারের সম্মানিত সদস্যগণ এবং অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আজহারুল ইসলাম বক্তব্য রাখেন। তারা প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল ইসলামের অবদান ও শিক্ষার ক্ষেত্রে তাঁর অনুপ্রেরণার কথা উল্লেখ করে তাঁকে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানের সূচনা হয় প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে। এরপর নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নৃত্য এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
বক্তব্যে অধ্যক্ষ মোঃ আজহারুল ইসলাম বলেন, “রফিকুল ইসলাম কলেজ শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্ন, যা প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম সাহেবের প্রচেষ্টা ও নিষ্ঠার ফসল,তিনি আরও বলেন দক্ষ জনশক্তি ও আলোকিত মানুষ গড়াই এই প্রতিষ্ঠানের লক্ষ।”
প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামী দিনের আলোকিত ভবিষ্যৎ। প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম সাহেবের আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনটি ছিল উৎসবমুখর এবং আনন্দঘন। অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহার দিয়ে বরণ করা হয়।