সারাদেশ

ভোলা সদর উপজেলায় গৃহবধুর আত্নহত্যা

মোঃ ইয়াছিন আরাফাত শান্ত: ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের রূপা খাতুন নামের এক গৃহবধূ আত্মহত্যা করেন। স্বামীকে ঝালমুড়ি আনতে দোকানে পাঠিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। সোমবার (৬ জানুয়ারি) সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজ নিশ্চিত করেন যে রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের পশ্চিম ধনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রূপা খাতুন ওই গ্রামের মোঃ রাফসান মিয়ার স্ত্রী। গত ৯ মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। প্রথমদিকে তাদের সাংসারিক জীবন ভালো কাটলেও গত দুই তিন মাস ধরে রূপা পারিবারিক ঝামেলায় ছিলেন বলে জানা যায়।
রূপা খাতুনের পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ৯টার দিকে রূপা তার স্বামী রাফসানকে ঝালমুড়ি আনতে স্থানীয় একটি বাজারে পাঠায়। ঝালমুড়ি নিয়ে এসে রাফসান দেখেন তার স্ত্রী রূপা খাতুন ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। রূপা কী কারণে আত্মহত্যা করেছে তা কেউই জানে না। রূপার মৃত্যু নিয়ে তার পরিবারেরও কোনো ধরনের অভিযোগ নেই।
ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং