মহিপুর থানা ঘেরাওয়ের ঘোষণা যুবদলের

আসাদুল্লাহ হাসান মুসা,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর মহিপুর থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে যুবদল। বাংলাভিশনের সাংবাদিক ও কুয়াকাটা পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিরনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়।
বুধবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও কুয়াকাটা পৌর যুবদলের যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামি, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাঈদ, পৌর যুবদলের সভাপতি কাজী ফারুক, যুগ্ম আহ্বায়ক গাজী হানিফ, শ্রমিকদলের আহ্বায়ক মানিক ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ানুল ইসলাম রাসেল, পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
যুবদল নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় মহিপুর থানা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আসামিদের শনাক্তে পুলিশ কাজ করছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটার তুলাতলী এলাকায় নিজ বাসার সামনে সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের ওপর হামলা হয়। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ঢাকার একটি বাসায় অবস্থান করছেন।