সারাদেশ

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা আটক ২৫ বাংলাদেশী

মহেশপুর (ঝিনাইদহ) থেকে মোঃ আজাদঃ ২৫.০৪.২০২৫ইং।
ঝিনাইদহের মহেশপুরে পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী-পুরুষ ও শিশুসহ ২৫ বাংলাদেশী নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮-বিজিবি ব্যাটালিয়ন।
শুক্রবার দুপুরে মহেশপুর ৫৮-বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।
শুক্রবার সকালে উপজেলার পলিয়ানপুর বিওপির সদস্যরা ঐ গ্রামের আব্দুর রহিমের ভুট্টাক্ষেতের মধ্য থেকে ২৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃতদের মধ্যে ১১জন পুরুষ, ১০জন নারী ও ৪জন শিশু। তারা নড়াইল, খুলনা, ঢাকা, মাগুরা ও যশোর জেলার বাসিন্দা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ঐ কর্মকর্তা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,