সারাদেশ

মাটির যত্নে বাঁচবে পৃথিবী

ডেস্ক রিপোর্ট: মাটির স্বাস্থ্য ভালো রাখার জন্য সচেতনতা তৈরী করতে বারসিক নেত্রকোনা অঞ্চল বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে। এবছরের প্রতিপাদ্য ছিলো: মাটির গুণগত মান পরিমান,পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা ও যতœ নেই। দিবসটি উপলক্ষে দিবসের প্রতিপাদ্যকে তুলে ধরে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক‘র সহযোগিতায় নেত্রকোনা জেলার মদন উপজেলার মাঘান ইউনিয়নের ত্রিপন গ্রামে,নেত্রকোনা সদর উপজেলার মৌজেবালি গ্রামে, আটপাড়ার ইছাইল গ্রামে কৃষক পর্যায়ে আলোচনা,মানবন্ধনের অনুষ্ঠিত হয়েছে। মাঘান ইউনিয়নের ত্রিপন পশ্চিম পাড়ায় কৃষিবান্ধব কৃষক সংগঠনের সদস্যরা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেন। নেত্রকোনা মৌজেবালি গ্রামের আবুল কালাম কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে আলোচনা অনুষ্ঠান ও কৃষকবন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার কৃষক কৃষানি যুবকিশোরীরা অংশগ্রহন করেন।
গ্রামের কৃষকেরা আলোচনায় অংশগ্রহন করেন। আলোচনায় ত্রিপন গ্রামের নারীনেত্রী ফরিদা আক্তারা বলেন, “আমরা বিষ কীটনাশক ব্যবহার করে মাটির স্বাস্থ্য নষ্ট করে ফেলেছি। মাটি আর ভালো নেই। মাটিকে বাঁচাতে হলে আমাদেরকে কীটনাশক,বালাই নাশক,রিফিট পরিত্যাগ করতে হবে।” নেত্রকোনায় কৃষক কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কৃষক আবুল কালাম বলেন, “ আমরা মাটিকে আংরা বানাইয়া ফালাইছি, মাটিতে বিষ,পরিথিন ভরা,কেঁচো নেই, মাটির গুণগত মান ভালো নেই, আমরা মাটিকে নিয়ে বেঁচে আছি তাই এর যতœ নিতে হবে।”
আমাদের মাটি আজ অসুস্থ মাটিকে ভালে রাখতে হলে আমাদের রাসানিকের ব্যবহার কমাতে হবে। তা নাহলে আমাদের উর্বর মাটি বিষে পরিণত হবে।আর মানব সভ্যতাও বিপন্ন হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং