মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাভারে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাভারে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
কারিতাস “উদ্যম” প্রকল্পের আয়োজনে এবং কারিতাস স্পেনের আর্থিক সহায়তায় আয়োজিত এই কর্মসূচি সাভার বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হয়।
আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
মানববন্ধনে অংশগ্রহণ করেন শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সমাজকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এর আগে সাভার বাসস্ট্যান্ড থেকে র্যালি
শুরু হয়ে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়, পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত সমাজসেবক সালাউদ্দিন খান নঈম।
সভায় আরও উপস্থিত ছিলেন কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান, সুমন জন রোজারিও, আগস্টিন মিন্টু হালদার, সাখাওয়াত হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।
সভায় ৬ জন মাদকাসক্ত জীবন থেকে সুস্থ জীবনে ফিরে আসা ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভা শেষে একটি স্মারকলিপি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করা হয়।