সারাদেশ

মাদারগঞ্জে জোর পূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফারিয়াজ ফাহিম
জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ চরপাকেরদহ ইউনিয়নে বৈধ জমি জোর পূর্বক জমি দখল ও প্রকৃত জমির মালিককে জমি বুঝিয়ে দেওয়ার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মোতাহার প্রামাণিক, সাহেব আলী প্রমাণিক, মনিরা আক্তার ও বেলাল প্রমাণিক।

বক্তারা বলেন,স্থানীয় রফিক প্রামাণিক একজন চিহ্নিত ভূমিদস্যু। তার সহোদর ভাই নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুল খালেক প্রমানিকের প্রভাবে গোদাশিমুলা বীর মালঞ্চ এলাকায় বীর মালঞ্চ মৌজায় ৩ টি দাগে ১৭৬ শতাংশ জমি জোর পূর্বক দীর্ঘদিন যাবত দখল করে আছে। এ নিয়ে এলাকায় একাধিকবার শালিস বৈঠক হলেও তারা জমি বুঝিয়ে দেওয়ার কথা বলে মিথ্যা আশ্বাস দিলেও আর জমি দখল দেয় নাই।

বক্তারা আরও বলেন, জমি নিয়ে কথা বললেই রফিক ও খালেকের সাথে তাদের ভূমিখেকো চক্র সুরুজ্জামান ও পিয়াস আমাদের উপর হামলা করেন। আমরা দরিদ্র পরিবারের হওয়ায় প্রভাব দেখিয়ে মামলা দিয়ে জেল খাটায়। এর আগেও ১১ টা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এরপরেও আমরা জমি নিয়ে একাধিক মামলা করেছি। জমি উদ্ধারে মামলা দেওয়ার পর থেকেই আমাদের নামে নানা ধরণের হুমকী সহ মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করছে এই ভূমিদস্যুরা।

দ্রুত সময়ের মধ্যেই প্রকৃত জমির মালিকদের জমি দখল দেওয়া ও এই ভূমিদস্যুদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবী করেন এলাকাবাসী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,