মানুষের অধিকার, উন্নয়ন ও সম্মান প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য….বিল্লাল হোসাইন মিয়াজি
মোঃ সোহেল রানা, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ) আসনে জেলা জামায়াতের আমীর ও ১০ দলীয় জোটের প্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর নির্বাচনী জনসংযোগ, জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জি এফ সি একাডেমি মাঠে এই জনসভ অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে থাকেন দলের নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা নানা
স্লোগানে মুখর করে তোলেন জনসভা এলাকা। জনসভাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ)আসনের ১০ দলীয় জোটের প্রার্থী
জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন, এ এলাকার সাধারণ মানুষের অধিকার, উন্নয়ন ও সম্মান প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।ফরিদগঞ্জ উপজেলা শুধুমাত্র একটি ভৌগোলিক এলাকাই নয়, এটি আমাদের আবেগ, আমাদের স্বপ্ন। আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের
সেবা করার জন্য।
তিনি আরও বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে নেওয়া। ফরিদগঞ্জ উপজেলার উন্নয়নে তিনি সকলকে
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
১০ দলীয় জোটের প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার মান
উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,জেলা
জামায়াতের সহকারী সেক্রেটারী মো: হারুন
আর-রশিদ।ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: ইউনুস হেলাল। ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি
শাখাওয়াত হোসেন। চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।ইউনিয়ন সভাপতি খালিদ হোসেন সহ জামায়াতের
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জনসভায় ইসলামি ছাত্রশিবির, এনসিপি,ছাত্র
মজলিস সহ ১০ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।




