মিনাজ নদীতে পানি চলাচলে প্রতিবন্ধকতা আছে কি না—পরিদর্শনে লস্কর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের মিনাজ নদী সংলগ্ন এলাকায় টানা ভারী বর্ষণের কারণে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বসতবাড়ি, মাছের ঘের এবং গুরুত্বপূর্ণ সড়কপথ প্লাবিত হয়ে পড়েছে, ফলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
জনদুর্ভোগের চিত্র সরেজমিনে পর্যালোচনা করতে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় মিনাজ নদী এলাকা পরিদর্শন করেন লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউপি সদস্য টি এম হাসানুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম, পরমানন্দ কুমার সানা, অরবিন্দ কুমার মন্ডল ও দিলীপ কুমার মন্ডলসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিনাজ নদীর স্বাভাবিক পানি প্রবাহ বিভিন্নভাবে বাধাগ্রস্ত হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। এতে কৃষিকাজ, মৎস্যচাষ এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
তবে পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা সাংবাদিকদের জানান, আমার পর্যবেক্ষণে বর্তমানে মিনাজ নদীতে পানি নিষ্কাসনের বড় কোনো ধরনের প্রতিবন্ধকতা দেখা যায়নি। তবে কোথাও সমস্যা থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ইতোমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনের উচ্চপর্যায়ে অবহিত করা হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী চাঁদখালী ইউনিয়নের তিনটি স্লুইস গেট উন্মুক্ত করা হলে এ অঞ্চলের পানি নিষ্কাশনের সমস্যার উল্লেখযোগ্য উন্নতি হবে বলেও তিনি মত দেন।
প্রসঙ্গত, ওই দিন পরিদর্শনের সময় তিনি নিজ হাতে নদীর পানিপ্রবাহে বাধা সৃষ্টিকারী একটি জাল অপসারণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিনাজ নদীর পানি প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী পূর্বে দুইবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।