সারাদেশ

মির্জাগঞ্জে যুবলীগ-শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ৫

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ- পটুয়াখালীর মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে উপজেলা যুবলীগ ও শ্রমিকলীগের সভাপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে মির্জাগঞ্জ থানা পুলিশ

পুলিশ জানায়, রাতে মির্জাগঞ্জের সুবিদখালী দারুস সুন্নাত মাদরাসার সামনের রোড থেকে উপজেলা যুবলীগ সভাপতি লোটাস সিকদারকে (৪৮) চাঁদাবাজি ও মারামারি মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি দেউলী গ্রামের বাসিন্দা। একই সময়, মির্জাগঞ্জ ব্রিজ এলাকা থেকে উপজেলা শ্রমিকলীগ সভাপতি নিজাম হাওলাদার (৪৯) ও তার সহযোগী রুবেলকে (৪০) ৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পুলিশ তাদের মোটরসাইকেলও জব্দ করে।

গ্রেপ্তারকৃত নিজাম হাওলাদার পূর্ব সুবিদখালী গ্রামের মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে এবং রুবেল পশ্চিম সুবিদখালী গ্রামের সামসু হাওলাদারের ছেলে। রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া, দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামের করিম মৃধার ছেলে মিরাজ মৃধাকে (২৫) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তিনি আন্তঃজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অন্যদিকে, ডোকলাখালী গ্রামের কাঞ্চু কবিরাজের ছেলে নুরুল হককে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে নিজ গ্রাম থেকে আটক করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদক ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।”

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং