সারাদেশ

মেহেরপুরে বিচুলি বোঝায় ট্রাকে আগুন

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের বাজারে অতিরিক্ত বিচালি বোঝাই একটি ট্রাকে আকস্মাত এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালকের বুদ্ধিমত্তার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। বিচুলি বোঝাই ট্রাকটি মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিল।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া একটার সময় মেহেরপুর- মুজিবনগর সড়কের দারিয়াপুর বাজারে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিচালি বোঝায় ট্রাকে আগুন লেগে যেতে দেখে স্হানীয় লোকজন হত বিহ্বল হয়ে পড়ে। আতংকিত হয়ে পড়ে ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসী। এসময় ট্রাকটির চালক আগুন ধরে যাওয়া বিচালি বোঝায় ট্রাকটিকে দ্রুত খেলার মাঠে নিয়ে এদিক ওদিক ঘোরাতে থাকে। খবর দেওয়া হয় মুজিবনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসে। তারা দ্রুত ঘটনাস্হলে পৌছে আগুনের সম্পূর্ন
নিয়ন্ত্রন এনেছে।

মুজিবনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সাব অফিসার মোঃ শাহজাহান আলী ঢাকা ক্যানভাসকে বলেন, ট্রাকটি ওভার লোডেড ছিল। রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পোলের তারের সংস্পর্শে বিচালি বোঝায় ট্রাকটি আসলে সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্পূর্ণরূপে অগ্নি নির্বাপন করি। সেরকম কোন হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাক চালক ও হেলপার সামান্য আহত হয়েছিল। তাদেরকে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,