সারাদেশ

যশোরের চৌগাছায় পুষ্টি ক্যাম্পেইন – শিশু নিলয়ের সহযোগীতায়

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) 

যশোরের চৌগাছায় পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম  উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কুতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিশু নিলয় ফাউন্ডেশন এর (এসএনএফ) সহযোগীতায় আজ সোমবার সকালে উপজেলার পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিশু নিলয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাছিমা বেগমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-পরিচালক ইমামুল হোসেন।
শিশু নিলয় ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আসিফ আহসান খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আরএমটিপি,পিকেএসএফ এর মনিটরিং এন্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন, যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, যবিপ্রবির খাদ্য ও পুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক ড.ওমর ফারুক, যশোর জেলা উদ্দ্যানতত্ব বিভাগের উপ-পরিচালক দিপঙ্কর দাস।
অন্যানের মধ্যে বক্তব্য দেন পাতিবিলা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আতাউর রহমান লাল, পিকেএসএফ এর ইউনিয়ন স্পেশালিষ্ট আনিছুর রহমান, সংশ্লিষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ওয়ালিউর রহমান প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ স্কুল মাঠে অবস্থিত একাধিক স্টল ঘুরে ঘুরে দেখেন এবং ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কার্যক্রম পরিদর্শন করেন। শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

গাজীপুরের কাশিমপুরে চারতলা একটি ভবনের কক্ষ থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • নভেম্বর ১৩, ২০২৪
গাজীপুরের কাশিমপুরে মাধবপুর উত্তর পাড়া এলাকায় চারতলা একটি ভবনের কক্ষ থেকে দুই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে