যশোরের চৌগাছা আইপি পৌর হাইস্কুলে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

মেহেদী হাসান শিপলু – স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর)
যশোরের চৌগাছা আইপি পৌর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন ভর্তি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে বিদ্যালয় চত্ত¡রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলীর সভাপতিত্বে আলোচনা করেন পৌর বিএনপির সাধারন সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর আনিছুর রহমান, বিএনপি নেতা আবু তালেব, অভিভাবক জানু বেগম, জাহানারা খাতুন, সেলিম হোসেন, বিদায়ী শিক্ষার্থী জান্নাতুল, তাজিম হোসেন প্রমুখ।
আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদানের পাশাপাশি ৬ষ্ঠ শ্রেনীসহ বিভিন্ন শ্রেনীতে ভর্তি নতুন শিক্ষার্থীদেরকে বরণ করে নেয়া হয়।