সারাদেশ

যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যেগে কৃষক সমাবেশ

স্টাফ রিপোর্টার

যশোরের চৌগাছার নারায়নপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষকদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও নারায়নপুর ইউনিয়নের কাদবিলা গ্রামের কৃতি সন্তান ভিপি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ব্যারিষ্টার অবাইদুর রহমান টিপু।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে তিন মাস ব্যাপী সারা দেশে কৃষক সমাবেশের অংশ হিসেবে আজ চৌগাছার এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমি আনন্দিত ও গর্বিত যশোর ও ঝিনাইদাহ জেলার মাঝামাঝি একটি মনরম পরিবেশে এমন একটি সামবেশ করায়। দুই উপজেলার শত কৃষক কৃষানী এই সমাবেশে অংশ নিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিগত আওয়ামীলীগ সরকার এদেশের কৃষকের রক্ত চুষে খেয়েছে। তারা নিজেদের পকেট ভরেছে আর কৃষকের পকেট খালি করেছে। একবার না ৭/৮ বার সারের দাম বৃদ্ধি করেছে আর বিদ্যুতের দাম অন্তত ১৫ বার বৃদ্ধি করে কৃষককে চরম বিপাকে ফেলেছেন। তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে তার মধ্যে অন্যতম একটি দফায় কৃষকের কথা উল্লেখ করা হয়েছে। আগামীতে যদি বিএনপি জনগনের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে কৃষককে সব দিক দিয়ে বিএনপি সুবিধা দিবেন। তিনি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যেশে বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যে বার্তা সকলকে দিচ্ছে সেটি আপনারা গ্রাম গঞ্জের মানুষের কাছে পৌছে দিবেন। মানুষকে ভাল বাসেন এবং ফ্যসিস্ট আওয়ামীলীগ এ দেশের মানুষের কল্যানে কি করেছেন সে গুলো তুলে ধরেন।
চৌগাছা উপজেলা বিএনপি নেতা কামরুল ইসলাম ও তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা টিপু সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন কৃষকদল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষকদল কন্দ্রেীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মফিজুর রহামন লিটন, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, যশোর জেলা কৃষকদলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, ঝিনাইদাহ জেলা কৃষকদলের সভাপতি ফজলে এলাহি শিমুল, যশোর জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম ও জাকির হোসেন, চৌগাছা উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী প্রমুখ।
এ সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, চৌগাছা উপজেলা বিএনপি নেতা মুসা খা, এসএম মিলন, মজনুর রহমান মজনু, আবু সালাম, রবিউল ইসলাম, মহাফুজুর রহামন পলেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, স্বেচ্ছসেবকদলের সদস্য সচিব আবু বকরসহ দুই উপজেলার বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং