যুবদের দক্ষতা উন্নয়নে পাথরঘাটায় প্রশিক্ষণ কর্মশালা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
স্থানীয় জনগণকে আবহাওয়া, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সংক্রান্ত সঠিক ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে যুব স্বেচ্ছাসেবকদের দক্ষ করে তুলতে বরগুনার পাথরঘাটায় অনুষ্ঠিত হয়েছে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি (CCDB)-এর উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন অর্ধশতাধিক যুব স্বেচ্ছাসেবক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুজন চন্দ্র বিশ্বাস।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের শেখানো হয়— সরকার ও সংশ্লিষ্ট দপ্তর থেকে কীভাবে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই করতে হয় এবং তা জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। পাশাপাশি কৃষক, জেলে ও পশুপালকদের জন্য আবহাওয়ার পূর্বাভাস, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক তথ্য প্রচারের মাধ্যমে ক্ষতি কমানো ও উৎপাদন বৃদ্ধির উপায় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া মোবাইল, অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারের কৌশল এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়েও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।