সারাদেশ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

রাবিপ্রবি প্রতিনিধি : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) ফ্যাকাল্টি অব বায়োলজিকাল সায়েন্স এর ডীন এবং ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এর অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান যোগদান করেছেন।

যোগদানের পর রাবিপ্রবির দুইটি অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ নবনিযুক্ত উপাচার্যকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান। এসময় তিনি নিজ দপ্তরে বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক এবং প্রশাসনিক কর্মকান্ডের বিষয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।রাবিপ্রবির সার্বিক কার্যক্রম সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

এরপর তিনি রাবিপ্রবির ছাত্র এবং ছাত্রীদের আবাসিক হল পরিদর্শন করে হলের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং হলের শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম কাসেম সাক্ষরিত মহামান্য রাষ্ট্রপতি এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর -এঁর অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০(১) অনুযায়ী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং