সারাদেশ

রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, জমি দখল বিরোধের জেরে সর্বনাশা হামলা ‎ ‎

 

‎রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

‎লক্ষ্মীপুরের রায়পুরে সুমন হোসেন নামে এক আবুধাবী প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মালপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করেছে।

‎মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ৪নং সোনাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরবগা গ্রামের আজগরআলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

‎ভোক্তবোগী পরিবার জানান,আমাদের বাড়ির আবুল হোসেনের সাথে জায়গাজমি নিয়ে দীর্ঘ দিন ঝামেলা চলছে।তারা আমাদের জমি দখল করেছে। কাটা তারের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করেছে। গত রবিবার তাদের সাথ আমাদের মারামারি হয় এতে আমার বাবা সহ আমরা আহত হয়। আমর বাবা হাসপাতালে ভর্তি আছে ।রুহুল আমিন গংরা আমাদের নামে থানায় মামলা করে যার কারনে আমরা বাড়িতে ছিলাম না আমার মা হাসপাতালে ছিলো বাবার কাছে এই সুযোগে আমাদের ঘরে ডাকাতি করে আমাদের আলমারী ভেঙ্গে ১০বরি স্বর্ণ ও নগদ ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহ মালামল নিয়ে যায়। এবং আমার ভাই সুমনের পাসপোর্ট সহ জায়গা জমির দলিল সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।

‎ ডাকাতের বিষয়ে খুশিদা বেগম গণমাধ্যম কর্মীদেরকে কেঁদে কেঁদে বলেন আমার সব শেষ সব ডাকাতরা নিয়ে গেছে অর হোলার পাসপোর্ট জমির দলিল সব ডাকাতরা নিয়ে গেছে।অর সব শেষ হয়ে গেছে আমি আম্মেগ কাছে বিচার চাই ।

 

‎এই বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নিজামুদ্দিন ভূইয়া বলেন এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

 

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,