সারাদেশ

রায়পুর উপজেলা বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঘোষণা করলেন এড. মোঃ এমরান হোসেন

 

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি:আসন্ন রায়পুর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন দলটির দীর্ঘদিনের সক্রিয় নেতা ও বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. মোঃ এমরান হোসেন।

দলের এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা ঘোষণা করেন। এ সময় তিনি বলেন,“দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে চাই। আমার অভিজ্ঞতা ও ত্যাগের মূল্যায়ন করে দল আমাকে নির্বাচিত করলে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”

এড. মোঃ এমরান হোসেন ছাত্ররাজনীতি দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু করেন। তিনি ছিলেন রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, এরপর উপজেলা ছাত্রদলের সভাপতি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে পালন করেন। বর্তমানে রায়পুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলের একাধিক সিনিয়র নেতা জানান,এড. মোঃ এমরান হোসেন দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তার সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তা তৃণমূলে প্রশংসিত।

উপজেলার নেতাকর্মীদের মতে, তার মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতা সাধারণ সম্পাদক পদে আসলে দল আরো সুসংগঠিত হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,