সারাদেশ

রৌমারীতে ছাত্র জমিয়ত ও জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে দাওয়াতি সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

জহুরুল ইসলাম রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:

রৌমারীতে ছাত্র জমিয়ত ও জমিয়ত উলামায়ে ইসলাম  বাংলাদেশের উদ্যোগে দাওয়াতি সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷১২ই জুন ২০২৫ বৃহস্পতিবার রৌমারী শাপলা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি মাঈনুল হক দাঃ বাঃ
সভাপতি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রৌমারী উপজেলা শাখা, উপস্থিত ছিলেন জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা ইয়াসিন সাহেব সাধারণ সম্পাদক, মুফতি আমির হামজা সাহেব, আরো উপস্থিত ছিলেন সিহাব কাসিমী ও মাওলানা মাসুদুর রহমান বাদল।

ছাত্র জমিয়ত পক্ষে থেকে উপস্থিত ছিলেন
ছাত্র জমিয়তের সভাপতি, মাওলানা মোঃ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা মাহাদি হাসান, মাওলানা সফিউল আলম, ও আরিফ হাসান সহ সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ৷
জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সভাপতি মুফতি মাঈনুল হক দাঃ বাঃ বলেন রৌমারীতে দুর্নীতি মাদক ও চুরি ছিনতাই রোধে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করা প্রয়োজন এজন্য সকল মুসলমানকে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের ছায়া তলে আসার আহ্বান করেন৷

ছাত্র জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান বলেন ছাত্রদের হাতে অস্ত্র নয় মাদক নয় থাকবে বই খাতা কলম৷ মিজানুর রহমান  রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, তিনি আসার পর একের পর এক মাদকের বিরুদ্ধে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন৷শেষে রৌমারী ও সারা দেশবাসীর জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,