সারাদেশ

রৌমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

 

জহুরুল ইসলাম রৌমারী প্রতিনিধি:

রৌমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি রৌমারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক-জনতার ঐক্য বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। এই দিনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ও কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ ও আব্দুল কাইয়ুম, যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, নুর আলম খান হিরো, ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান রানা প্রমুখ।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আজও প্রাসঙ্গিক। তারা বলেন, বিএনপি জনগণের দল, জনগণের অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,