সারাদেশ

রৌমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

 

জহুরুল ইসলাম রৌমারী প্রতিনিধি:

রৌমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি রৌমারী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক-জনতার ঐক্য বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়। এই দিনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য ও কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ ও আব্দুল কাইয়ুম, যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, নুর আলম খান হিরো, ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান রানা প্রমুখ।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আজও প্রাসঙ্গিক। তারা বলেন, বিএনপি জনগণের দল, জনগণের অধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,