রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খনজনমারা গ্ৰামের হাফিজুর রহমান মন্ডলের ছেলে আরিফ হোসেন (৩০) বিকাশে ভুয়া মেসেজ দেখিয়ে প্রতারণা করে ৩৯ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে খনজনমারা গ্ৰামের মৃত ওসমান আলীর ছেলে খলিলুর রহমান বলেন দোকানে আমার ছোট মেয়ে বসে ছিলো আরিফ হোসেন এসে আমার মেয়ের কাছ থেকে ৩৯ হাজার টাকা বিকাশের ভুয়া মেসেজ দেখিয়ে প্রতারণা করে নেন আরিফ হোসেন। আমি এই বিষয়টা কাজিম উদ্দিন মেম্বার ও সাংবাদিক সাইফুল এবং সাংবাদিক শাহাদোত হোসেনকে জানাই পরে তাদের সামনে আরিফ হোসেন ১০ হাজার টাকা নেয়ার কথা শিকার করেন এবিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়েছে। এবিষয়ে প্রতারক আরিফ হোসেন বলেন আমি ১০ হাজার টাকা নিয়েছিলাম টাকা ফেরত দিয়েছি। তবে অভিযোগ কারী খলিলুর রহমানের দাবি প্রতারকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।