রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন নাজিম আকন্দ
রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমারী উপজেলা যুবদলের নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজিম আকন্দ। সম্প্রতি কেন্দ্রীয় ও জেলা যুবদলের নির্দেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনকে আরও গতিশীল করা, তৃণমূলের ইউনিটগুলো সক্রিয় করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে জোর দিতে কাজ করবেন তিনি। তার নেতৃত্বে উপজেলা যুবদল আরও শক্তিশালী হবে বলে আশা করছে স্থানীয় নেতাকর্মীরা।
দায়িত্ব পাওয়ার পর নাজিম আকন্দ বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। সংগঠনকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করবো।”
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার এই নিয়োগকে স্বাগত জানানো হয়েছে।