সারাদেশ

শিয়ালকোলে বিএনপি নেতা আনিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জের শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আনিসুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকা‌শের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। শুক্রবার বিকাল ৫টায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিয়ালকোল বিএনপি নেতা আনিসের বিরুদ্ধে স্বর্ণ ও ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদে বিসমিল্লাহ জুয়েলার্সের মালিক শফিকুল ইসলামের অভিযোগ তুলে ধরা হয় যে, এক বছর আগে স্বর্ণ ক্রয় সংক্রান্ত বিরোধের জেরে আনিসুর রহমান তার দোকানে গিয়ে জোরপূর্বক টাকা ও স্বর্ণ নিয়ে গেছেন এবং তাকে মারধর করেছেন। এ অভিযোগ অস্বীকার করে আনিসুর রহমান বলেন, প্রকৃত ঘটনা হলো, শফিকুল অবৈধভাবে স্বর্ণ ক্রয়-বিক্রয় করতেন এবং এ নিয়ে একাধিক অভিযোগ ছিল। সম্প্রতি এক ভুক্তভোগীর অভিযোগে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় ব্যবসায়ীরা আমাকে ডাকেন। আমি গিয়ে দোকান বন্ধের পরামর্শ দেই এবং সমাধানের জন্য সময় বেঁধে দিই।
তিনি আরও জানান, ঘটনাস্থলে শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন এবং সেখানে কোনো মারধরের ঘটনা ঘটেনি। সংবাদে উল্লিখিত অভিযোগের কোনো সত্যতা নেই। তিনি সংবাদটির নিন্দা জানিয়ে সঠিক তথ্য যাচাইপূর্বক সুষ্ঠু তদন্তের দাবি জানান।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি বিএনপির নেতাদের বিরুদ্ধে একাধিক নেতিবাচক ও যাচাই-বাছাইহীন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং রাজনৈতিকভাবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ দলের নেতাদের।
সিরাজগঞ্জ জেলা বিএনপির কয়েকজন নেতা জানান, এসব সংবাদ উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক প্রতিপক্ষের স্বার্থে প্রচারিত হচ্ছে।
এসময়, শিয়ালকোল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সহ সাধারন সম্পাদক ও ইউপি সদস্য লিটন, ওষুধ ব্যবসায়ী আমিনুল, ক্রীড়া সম্পাদক রুবেল, ব্যবসায়ী শাহিন বাবু, ভুক্তভোগী আব্দুল মজিদ, বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,