শীরফপুরে জমি সংক্রান্ত ঘটনার জেরে প্রতিপক্ষকে হামলা
প্রতিনিধি
জামালপুর
জামালপুর সদরের ২নং শরীফপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শিমুলতাএলাকায় জমি সংক্রান্ত ঘটনার জেরে প্রতিপক্ষকে হামলার ঘটনা ঘটেছে।
গতকাল(রবিবার) বিকালে জমির মালিক ওয়াজেদ শেখ তার নিজ জমির দখল রোধে নিজ বাড়িতে সালিশি ডাকেন। সালিশির এক পর্যায়ে সবার উপস্থিতিতে
মোঃমোতালেবের ছেলে মোঃআলী,ভাই বউ-মর্জিনা, ভাতিজা- মিস্টার আলী ও মোঃআলীর স্ত্রী সুমি’র উপর পরিকল্পিত ভাবে হামলা করেন অপরপক্ষের কামরুল(পিতা-আবুল হোসেন),আল আমিন(পিতা-মৃত আব্দুল আজিজ),নিয়ামত আলীর ছেলে আছাদুল,আপেল,জুয়েল(পিতা-আব্দুল আজিজ),নিয়ামত আলী,আরিফ(পিতা-আব্দুল আজিজ),কিনাতুল্লাহ শেখের ছেলে মঞ্জুরুল ও আব্দুর রহমান।
এ সময় হামলাকারীরা পরিকল্পিত ভাবে মারধোর করে মাথা ফাটানোসহ,শরীররের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে আহত করে।পরবর্তী ভুক্তভোগীদের ঘড় ভাংচুর,টাকা ও স্বর্ন লোটপাট সহ হুমকি প্রদান করা হয়।
প্রসঙ্গত ওয়াজেদ শেখ একই এলাকার ইউসুফ এর নিকট হতে সোয়া চার শতাংশ জমি ১বছর আগে ক্রয় করে। কিন্তু সাবকয়লা কৃত জমিটি পুনরায় দখল নেয় ইউসুফ। পরে ঘটনাটি নিয়ে শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম পর পর তিনবার মিমাংসা করার জন্য বসলেও কোনো সমাধান হয়নি।।