সারাদেশ

শ্যামনগরে গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি’র সম্মেলন 

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি:
শ্যামনগরে গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি’র বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার  সকাল ১০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতির আয়োজনে গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি’র সাবেক সভাপতি গ্রাম ডাঃ মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি’র সহ-সভাপতি ও সদর ইউনিয়ন সভাপতি সাংবাদিক গ্রাম ডাঃ মোঃ আবু কাওছারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও শ্যামনগর উপজেলার সভাপতি গ্রাম ডাঃ মোঃ আকবার হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ আতাউর রহমান,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তপন কুমার বিশ্বাস,রিপোটার এম কামরুজ্জামান।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কাজল রায় চৌধুরীর।এসময় আরো বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ বহুমূখী সমবায় সমিতি’র  ১২ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যারা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সেবার মান উন্নয়ন করার লক্ষ কাজ করতে হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং