সারাদেশ

শ্যামনগরে বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়  মহান বিজয় দিবস উপলক্ষ্যে নকিপুর হরিমন্দির মাঠ প্রাঙ্গণে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সোমবার সকালে জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ও আন্তর্জাতিক সংস্থা ফাউন্ডেশন ফর জাস্ট সোসাইটির  (এফজেএস) সহায়তায় শীতবস্ত্র অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউপির ৫০ জন প্রতিবন্ধীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মাছুরা খাতুনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ করেন সংস্থার নির্বাহী পরিচালক প্রতিবন্ধী অষ্টমী মালো, কোষাধ্যক্ষ তুলসী রানী মন্ডল,ডিআরআরএ এর শ্যামনগর প্রকল্প সমন্বয়কারী জি.এম নুরনবি হাসান।।

বস্ত্র বিতরণের পূর্বে এক আলোচনাসভায় বক্তারা বলেন শীতার্ত প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানো সমাজের নৈতিক দায়িত্ব। সমাজের সব স্তরের মানুষকে এ ধরনের কাজে অংশ নিতে হবে, যাতে সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা যায়।

নাগরিক উদ্যোগের বাস্তবায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধীরা বিজয় দিবসের এই দিনে এধরনের কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং