শিক্ষাঙ্গন সারাদেশ

সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে খুলে দেওয়া হলো তালাবদ্ধ বিদ্যালয়

প্রতিনিধি
জামালপুর

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে স্কুলে তালা দেওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে খুলে দেওয়া হয়েছে বিদ্যালয়ের তালা।

জানা গেছে, ১৪ নং দিগপাইত ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকবুল হোসেন (ভুট্টু)এর বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষ চাঁদা দাবির
ও বিদ্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ ব
আনে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরে বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ মানববন্ধনব করলে ও সংবাদ আকারে প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পর, আজ( বুধবার) সকালে মকবুল হোসেন (ভুট্টু) নিজেই বিদ্যালয়ের তালা খুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (সাইফুল ইসলাম) বিষয়টি নিশ্চিত করে বলেন,“সংবাদ প্রকাশের পর প্রশাসনের উদ্যোগে আমাদের বিদ্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। এখন নিয়মিত ক্লাস কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।”

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা গনমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংবাদ মাধ্যমের ভূমিকার কারণেই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে, ফলে শিশুদের পড়ালেখা পুনরায় শুরু করতে পেরেছে।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,