সদরপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু
শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুর টু পুখুরিয়া আঞ্চলিক সড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে আসরাফুল আলম আশিক (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
৪ নভেম্বর বুধবার সকালে উপজেলার স্কাউটস অফিসের সামনে প্রধান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত আসরাফুল আলম উপজেলা সদর ইউনিয়নের দশহাজর গ্রামের ফজলুর রশিদের পুত্র।
সদরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আঃ মোতালেব হোসেন বিষয়টা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে নিহতরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।