সরিষাবাড়ীতে ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
রুমান শাহরিয়ার
সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে শত বছরের ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর ও গোবিন্দপুর গ্রামের ছাত্র সমাজের উদ্যোগে বিস্তীর্ণ মাঠে এ ঘৌড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এতে জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ কাজিপুর, সিরাজগঞ্জ, ধনবাড়ী, মধুপুর, দিনাজপুর সহ বেশ কয়েকটি জেলা থেকে ৪০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতাকে উৎসবের আমেজে সাজিয়ে তুলতে পাশাপাশি বসে গ্রামীণ মেলা। গ্রামীণ মেলায় দোকানিরা হরেক রকমের পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসে।
নানা শ্রেণি ও পেশার হাজার হাজার নারী-পুরুষ
ঐতিহ্যবাহী এ ঘৌড় দৌড় প্রতিযোগিতায় মাঠের দুই পাশে দাঁড়িয়ে উপভোগ করেন।
এসময় চার ক্যাটাগরিতে ৪০টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম রাউন্ডের বাছাই পর্বে সেরা ৪টি ঘোড়া নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত লড়াইয়ে প্রথম স্থান অধিকার করে ময়মনসিংহ বিদ্যাগঞ্জের সজনুর ঘোড়া সিআরসেভেন। এসময় বিজয়ী ঘোড়ার মালিককে একটি ৮০ সিসি মোটরসাইকেল ও দ্বিতীয় স্থান অর্জনকারীকে একটি ফ্রিজ দিয়ে পুরস্কৃত করা হয়।
এসময় ময়মনসিংহ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম মোর্শেদ, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জন ডা. কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, ডোয়াইল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. রুবেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম আর আরিফ প্রমুখ।
এসময় প্রতিবছর এ আয়োজনের দাবি করে ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রাশেদ জানান, দীর্ঘদিন পর তারা এই ঘৌড় দৌড় প্রতিযোগিতা দেখে উচ্ছসিত হয়েছেন।
এসময় আয়োজক কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও নতুন প্রজন্মের কাছে ঘৌড় দৌড় প্রতিযোগিতা তুলে ধরে ক্রীড়ার প্রতি আগ্রহ তৈরি করতেই এ আয়োজন করেছেন তারা ।।