সরিষাবাড়ীতে নদীর পানিতে ডুবে সাওদা’র মৃত্যু
রুমান শাহরিয়ার, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে নদীর পানিতে ডুবে আড়াই বছরের কন্যা শিশু সাওদা’র মৃত্যু হয়েছে।
শনিবার(২৬শে জুলাই) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার মাইজবাড়ি এলাকা দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর পানিতে ডুবে সাওদা মনি(২.৬) নিহত হয়।
নিহত শিশু সাউদা মনি(২.৬) মাইজবাড়ি গ্রামের আব্দুল মালেকের একমাত্র মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে দশটার দিকে সকলের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশ দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর খুঁজে না পাওয়া গেলে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা মিলে ঝিনাই নদীর পানিতে খুঁজতে থাকে।
পরে দুপুর সাড়ে বারোটায় বাড়ির দক্ষিণ পাশ থেকে শিশু সওদার লাশ উদ্ধার করা হয়।
এবিষয়ে নিহত শিশুর বাবা আব্দুল মালেক বলেন, খেলতে খেলতে আমার মা সওদা বাড়ির পাশে ঝিনাই নদীর পানিতে ডুবে যায়। পরে আমার মা’কে ঝিনাই নদীতে মৃত অবস্থায় খুঁজে পাই।
এবাষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশেদুল হাসান বলেন, এ বিষয়ে আমরা অবগত না।