সারাদেশ

সাতক্ষীরায় অনলাইন জুয়ার দুই মাষ্টার এজেন্ট গ্রেপ্তার

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আবু বক্কার(২২) ও আব্দুর রহমান(১৮) নামে অনলাইন জুয়ার দুই মাষ্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নওয়াবেঁকী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা একই এলাকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও আখতারুজ্জামানের ছেলে। তথ্য প্রযুক্তির মামলায় দু’জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর জানান গ্রেপ্তারকৃতরা অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট। ইতিপুর্বে চক্রের অন্যতম এক সদস্যকে উপজেলার পদ্মপুকুর থেকে গ্রেপ্তকার করে শ্যামনগর থানা পুলিশ।
চক্রটি অনলাইনে জুয়ার মাধ্যমে তরুন সমাজকে বিপদগামীতার দিকে ঠেলে দিচ্ছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে তিনি দ্রুত অপরাপর অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান।
এদিকে সবুজ হোসেন ও শাহাজানসহ স্থানীয়রা জানায় শনিবার গ্রেপ্তারকৃতরা এলাকার মাষ্টার এজেন্ট। অনলাইন জুয়ার মাধ্যমে তারা প্রত্যেকে মাসে ১১ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আয় করেন। ইতিপুর্বে আটক রাহাত পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে বছরে কোটি কোটি টাকা উপার্জন করেছে।
চক্রের আরও প্রায় ৩০ জন সদস্য উপজেলার পদ্মপুকুর, আটুলিয়া ও বুড়িগোয়ালীনি, নুরনগর এলাকায় ছড়িয়েূ ছিটিয়ে রয়েছে। অনলাইন জুয়ায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করায় পুলিশ বাহিনীকে তারা ধন্যবাদ জানান।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং