সারাদেশ

সাতক্ষীরায় চাচার লাঠির আঘাতে ভাইপোর মৃত্যু

মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা ::

সাতক্ষীরার শ্যামনগরে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বৃদ্ধ চাচার লাঠির আঘাতে ভাইপোর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রহ্মশাসন গ্রামের এ ঘটনা ঘটে। পর রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ইউনুস আলী (৪২) ওই গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে। তার চাচার নাস রুহুল আমিন।
নিহতের ভাই খোকন গাজী বলেন, তাদের বাবা মোহাম্মদ আলীর সঙ্গে চাচা রুহুল আমিন, আদম আলীর যৌথ মালিকানাধীন একটি পুকুর আছে। এ পুকুর নিয়ে তাদের মধ্যে আগেও ঝগড়া বিবাদ হয়েছে।
শুক্রবার বিকালে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে একপর্যায়ে চাচা লাঠি দিয়ে মাথা ও ঘাড়ে আঘাত করলে মাটিতে পড়ে যায় ইউনুস।
দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজে স্থানান্তর করে। সাতক্ষীরা পৌঁছানোর আগেই তার ভাইয়ের মৃত্যু হয়।
এ ঘটনায় চাচাসহ অন্যদের বিরুদ্ধে আইনের আশ্রয় নেবেন বলেও জানান খোকন গাজী।
শ্যামনগর থানার ওসি বলেন, যৌথ মালিকানায় থাকা পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে শুক্রবার বিকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় চাচা রুহুল আমিনের লাঠির আঘাতে তার ভাইপো আহত হয়। পরে সাতক্ষীরা নেওয়ার পথে তিনি মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,