সারাদেশ

সাতক্ষীরায় জুলাই বিপ্লবে শহীদ,আহত ও কারাবরণকারীদের সম্মাননা প্রদান

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরায় জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত ও কারাবরণকারীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শাখার আহবায়ক আরাফাত হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত দিনে সাতক্ষীরার মানুষ আন্দোলনকারীদের পাশে ছিলেন। স্বৈরাচারী সরকারের অত্যাচারে অনেকেই নিহত হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আমাদের এই স্বাধীনতা রক্ষা করতে গেলে দলমত নির্বিশেষে একাত্ম হয়ে কাজ করতে হবে, নয়তো শত্রুপক্ষ এই সুযোগে নিজেদের শক্ত অবস্থান তৈরী করে নেবে। আমাদের এই লড়াই ফ্যাসিবাদ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে শহীদ পরিবার, আহত ও কারাবরণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,