সারাদেশ

সাতক্ষীরায় নবজাতক কন্যা শিশুকে খালে ডুবিয়ে মারল মা

মোঃ খলিলুর রহমান সাতক্ষীরা  ::

সাতক্ষীরার কলারোয়ায় পরপর তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় ক্ষুব্ধ হয়ে পাঁচ দিনের শিশু কন্যাকে খালে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত মা শারমিন আক্তার (৩২)কে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে, সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে রঘুনাথপুর গ্রামে। মঙ্গলবার সকালে কলারোয়া থানার ওসি শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ৮টার দিকে শিশুর বাবা ইব্রাহিম খলিল (৪২) থানায় গিয়ে নবজাতক নিখোঁজের জিডি করতে গেলে তার বক্তব্য সন্দেহজনক মনে হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন যে, পরপর কন্যাসন্তান জন্মে ক্ষুব্ধ হয়ে নবজাতককে খালে ফেলে দেন।
তার দেখানো মতে খালের কচুরিপনা থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেছেন। শারমিনকে আদালতে পাঠানো হয়েছে এবং শিশুর ডিএনএ নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,