সারাদেশ

সাতক্ষীরায় মোটরবাইক ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘোরিয়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল অরোহী দুইজন ঘটনা স্থলে নিহত হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
নিহতরা হলো, সাতক্ষীরা সহরের মুনজিতপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে জয় (২০), সদর উপজেলার মাছখোলা শিবতলা গ্রামের হাবিবুল্লাহর ছেলে শিহাবুজ্জামান শিহাব ।
পুলিশ জানায়, দুই বন্ধু জয় ও শিহাব একটি মটরসাইকেলে মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকা থেকে সাতক্ষীরার দিকে আসছিল। পতিমধ্যে বেলা ২টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘোরিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির বালুবাহী ট্রাকের সঙ্গে তাদের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় জয় ও শিহাব। পুলিশ ঘাতক ট্রাক আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং