সাতক্ষীরায় ৭১ জন পুরুষ ডিসিরপর প্রথম নারী জেলা প্রশাসক আফরোজা আখতার
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মিজ আফরোজা আখতারকে নিয়োগ দিয়েছে সরকার।শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।
মিজ আফরোজা আখতার এর আগে পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে সংযুক্ত ছিলেন। নারী হিসেবে তিনিই প্রথম সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয় সামলাবেন।
এর আগে, সাতক্ষীরায় ৭১ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন মোস্তাক আহমেদ। তার স্থানে দায়িত্ব পালন করবেন মিজ আফরোজা আখতার।
সাতক্ষীরা জেলার নামকরণ ও প্রশাসনিক যাত্রার ইতিহাস প্রায় দেড়শ বছরের পুরনো। দীর্ঘ সময়ের মধ্যে কোনো নারী কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাননি। তাই ৭১ জন পুরুষ জেলা প্রশাসকের পর মিজ আফরোজা আখতারের নিয়োগ সাতক্ষীরার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।



