সাতক্ষীরায় ৯০ ভাটার ৬৫ টি অবৈধ

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরায় জেলার অধিকাংশ ইট ভাটায় কয়লার সাথে পোড়ানো হচ্ছে কাঠ, তুষকাঠ ও টায়ার পোড়ানে কালি। ফলে বায়ু দূষনে ক্ষতিগ্রস্থ হয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুকির সম্মুখিন হচ্ছে স্থানীয়রা। অবাধে কাঠ পোড়ানোর কারণে নিধন হচ্ছে বৃক্ষ ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। পরিবেশ অধিদপ্তরের ছাড়াপত্র ও সরকারি লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছে এসব ইটভাট।
অবৈধ ইটভাটা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও সাতক্ষীরায় সে নির্দেশনা মানা হচ্ছে না। জেলা প্রশাসকের সহায়তায় পরিবেশ অধিদপ্তর হতেগোনা দু-একটি ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা করলেও আদালতের নির্দেশ অনুযায়ী অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিতে সাতক্ষীরাতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
সাতক্ষীরা জেলা পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, সাতক্ষীরা জেলায় ১২৫টি ইটভাটার মধ্যে ৩০টি ভাটা বন্ধ রয়েছে। বর্তমানে চালু ৯৫টি ভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র রয়েছে মাত্র ৩০টি। বাকি ৬৫টি ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। পরিবেশের ছাড়পত্র বিহীন এসব অবৈধ ইটভাটার কোন সরকারি লাইসেন্সও নেই। শুধুমাত্র উচ্চ আদালতে একটি রিটের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বছরের পর বছর ভাটা মালিকরা অবৈধভাবে চালাচ্ছে এসব ইটভাটা। উচ্চ আদালতে রীট করার কারণে পরিবশে অধিদপ্তর অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিতে পারছে না।
অবৈধ এসব ভাটায় ব্যবহৃত হচ্ছে কাঠ,তুষকাঠ এবং টায়ার পোড়ানো বিষাক্ত কালি। পোড়ানো কালির ধোয়া ক্যান্সারের মত মরনঘাতি ব্যাধির সহায়ক। ফলে বায়ু দূষনের কবলে পড়ে মারাত্মক স্বাস্থ্য ঝুকিতে রয়েছে অবৈধ এসব ইটভাটার আশে-পাশে বসবাসকারি জনসাধারণ।
সাতক্ষীরার বিভিন্ন উপজেলার কয়েকটি ইটভাটায় গিয়ে দেখা যায়, সেখানে অধিকাংশ ভাটাগুলোতে কয়লার সাথে তুষকাঠ মিশিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে। সাথে ব্যবহার হচ্ছে কাঠ ও টায়ার পোড়ানো কালি।
শহরের বিনেরপোতা এলাকার ইটভাটা শ্রমিক নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, তারা ভাটামালিকের নির্দেশে দিনে অল্প কয়লা ও সারারাত শুধু জ্বালানি কাঠ প্লাস্টিক,সোয়াবিনের গাঁথ,তুষকাঠ ও টায়ার পোড়ানো বিষাক্ত কালি ব্যবহার করে করে ইট পোড়াচ্ছেন। ভাটায় কাঠ ব্যবহার করলে প্রতিটি ইটে খরচ কিছুটা কম হয়। এজন্য অধিক লাভের আশায় ভাটা মালিকরা কাঠ পুড়িয়ে ইট তৈরি করছে।
এ বিষয় সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, জেলায় বর্তমানে ৯৫টি ভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র রয়েছে মাত্র ৩০টি ভাটার। বাকি ৬৫টি ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব ভাটা মালিকরা এসব ভাটা মালিকরা উচ্চ আদালতে রিট করে তাদের ভাটা পরিচালনা করছেন। যে কারনে উচ্চ আদালতের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন অভিযান পরিচালনা করা যাচ্ছে না।আমরা অভিযান পরিচালনা করার জন্য প্রস্তুতি নিচ্ছি।