সারাদেশ

সাতক্ষীরা কালিগঞ্জে দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে দুই শিশু সন্তানের বিষ খাইয়ে হত্যার পর মায়ের আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটে। প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু সন্তানের মৃত্যু হয়। মায়ের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে।
নিহত দুই শিশু সন্তান হলো- কালিকাপুর গ্রামের শেখ মাহামুদ হাসানের শিশু পুত্র মাহির (৫ বছর) ও আরিয়ান (৯ মাস) এবং তার স্ত্রী রতœা খাতুন (৩০)।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। একপর্যায়ে বাড়িতে সকলের অনুপস্থিতিতে অভিমান করে স্ত্রী রতœা খাতুন দুই পুত্রকে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেন। জানাজানি হলে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সাকির হোসেন দুই পুত্রকে মৃত ঘোষনা করেন। তবে মায়ের অবস্থা আশঙ্খা জনক তিনি জানান।
শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,